• Tue. Dec 24th, 2024

বিধায়ক শওকত মোল্লাকে সঙ্গে নিয়ে ক্যানিং য়ে পদযাত্রা তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল।

BySS Bangla News

Apr 25, 2024

বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এসসি লোকসভা কেন্দ্রের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হেলিকপ্টার মোড় থেকে ক্যানিং এসডিও রোড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথ পদযাত্রা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পদ প্রার্থী প্রতিমা মন্ডল।এদিন পদ যাত্রায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস,জেলা পরিষদের সদস্য সুশীল সরদার,মাতলা-১ অঞ্চল সভাপতি তৃণমূলের কমলাকান্ত সাহা প্রমুখ।পদ যাত্রার শেষে একটি নির্বাচনি পথ সভার আয়োজন হয়।এদিনের সভায় তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল বলেন উন্নয়ন কে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে।জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিশ্ব বিদ্যালয় স্থাপন করার জন্য আমি পার্লামেন্টে তুলে ছিলাম।এই কেন্দ্রের মানুষ বিগত দিনে আমায় দুহাত ভরে আশীর্বাদ করে ছিল তাই দুইবারের সাংসদ হয়েছি।এবার ও মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে।ফলে জয়ের বিষয়ে আমি আশাবাদী।এদিকে মঙ্গলবার ক্যানিং হসপিটাল মোড় থেকে ক্যানিং এসডিও রোড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়নগর কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাঃ অশোক কান্ডারি সমর্থনে এবং একটি পথ সভা ও করে।আর তারই পরিপেক্ষিতে পাল্টা হল তৃণমূলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন