নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ রাজ্যের কয়েকটি জেলায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। সেই জায়গায় আরামবাগ পুলিশ প্রশাসনকে আরও বেশি করে সচেতন হতে দেখা গেল। শনিবার আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং এর নেতৃত্বে শহরের বিভিন্ন সোনার শোরুম থেকে শুরু করে বিভিন্ন দোকানে চলল ভিজিট। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে দোকান ও শোরুম মালিকদের সচেতন করতে। পাশাপাশি এদিন বিভিন্ন শোরুম এবং দোকানে গিয়ে সেখানে থাকা সিসিটিভি, সিকিউরিটি, আ্যলাম সিস্টেম কী আছে না আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এদিনের সোনার দোকানের ভিজিট নিয়ে খুশি শোরুম, সোনার দোকান মালিকসহ এলাকাবাসী।