• Mon. Dec 23rd, 2024

বৃক্ষরোপণ উৎসব ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

BySS Bangla News

Aug 20, 2024

নিয়ন্ত্রণহীনভাবে গাছ কেটে ফেলায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বৃষ্টির পরিমান কমছে, এই অবস্থায় প্রচুর পরিমানে বৃক্ষ রোপনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিদরা। সেকারণেই সরকারী বেসরকারী উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর মাঝেই রবিবার জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন (নরনারায়ণ মন্দির) এর ব্যবস্থাপনায় ও ‘গঙ্গা মিশনে’র সহযোগীতায় বৃক্ষরোপন উৎসব ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হলো।

জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন (নরনারায়ণ মন্দির) ও গঙ্গা মিশনের তরফে জানানো হয়েছে, এদিনের এই কর্মসূচী ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে ৪০০ জনকে চারা গাছ দেওয়া হয়েছিল, এবার এই এলাকার ৪০০-র বেশী মানুষকে বিভিন্ন ধরণের ফলের গাছ দেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন নরনারায়ণ মন্দিরে গঙ্গা মিশনের তরফে ঠাণ্ডা পানীয় জলের মেশিনও উদ্বোধন করা হলো।

জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন (নরনারায়ণ মন্দির) এর মহারাজ স্বামী প্রবুদ্ধানন্দ বলেন, গঙ্গা মিশন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাঁদের সৌজন্যে দ্বিতীয় পর্যায়ে এখানে ফলের গাছ লাগানোর পাশাপাশি মানুষের হাতেও চারা গাছ তুলে দেওয়া হলো। এছাড়াও এদিন ওই সংস্থার তরফে ঠাণ্ডা জলের মেশিন বসানো হলো বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন