বর্ধমান পূর্বের লোকসভার নব নির্বাচিত সাংসদ ডঃ শর্মিলা সরকার প্রচুর ভোটে জয়লাভ করে। তারই জন্য গোটা পূর্ব বর্ধমান জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল সেই রকমই আজ লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিল হল ।
এই উক্ত মিছিলটি সাদিপুর জবজবি পাড়া হয়ে ভুবন ডাঙ্গা হয়ে মিছিলটি বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে এসে শেষ হয়। এই মিছিল টিতে বহু যেমানুষের সমাগম হয়েছে এবং মহিলারা প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করছে।
এই উক্ত মিছিল থেকে উপস্থিত ছিলেন বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১০-১১-১২ মেম্বাররা এবং ১০-১১২ সভাপতিরা উপস্থিত ছিলেন বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সেখ সাহাবুদ্দিন মহাশয় এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা
এছাড়া উপস্থিত ছিলেন দেবাশীষ ব্যানার্জি ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ
আমরা শুনে নেব বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদীপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল নিয়ে দেবাশীষ ব্যানার্জীর কাছ থেকে কিছু কথা