আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা উত্তেজনা ছড়ালো শুক্রবার সকালে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যু হয়েছে ১৯ বছরের দেবাশীষ বাউরী। তাকে রাতে মাথা যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল। মৃতার বাবা প্রদীপ বাউরী জানান তারা বীরভূম জেলার কাঁকড়তলা থানার পারসন্ডি গ্রামের বাসিন্দা।