ভোট গণনার দুদিন পরেও রাজনৈতিক সন্ত্রাস ঘিরে উত্তপ্ত রইল দুর্গাপুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নতুন করে ফের অভিযোগ উঠল বিজেপির বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুরের। দুর্গাপুর ইস্পাত নগরীর আর্টিলারি রোডের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় বলে অভিযোগ।দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটে জেতার পর থেকেই তাদের বিভিন্ন কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় বলেও তার অভিযোগ এবং পাশাপাশি লুট করা হয় বিভিন্ন দামি নথিপত্র বলে অভিযোগ। যদিও ঘটনার সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দোষারোপ করেছেন তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান বিজেপির উপর থেকে নিচুস্তরের সকল নেতৃত্ব রায় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। যার ফলে ধরাশায়ী হয়েছে বিজেপি। এ সকল লুটপাট বিজেপির আনা বহিরাগতদের আক্রমণের ঘটনা বলে পাল্টা অভিযোগ তার।