মাটিতে ফেলে অসহায় দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। পুলিশে অভিযোগ জানিও কোন লাভ হয়নি। অবশেষে মানসিক রোগী স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় দম্পতি। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার ঘটনা।অসহায় দম্পতির অভিযোগ,স্বামী মানসিক রোগী। প্রতি মাসে স্বামীর চিকিৎসা করাতে লক্ষ লক্ষ টাকা লাগে। পরিবারে কোন ছেলে নেই। অসহায় দম্পতির দুই মেয়ে রয়েছে। তাদেরও বিয়ে হয়ে গেছে। স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল ছিল আট শতক জায়গা। সেই জায়গাও এবারে দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। আর জমি দখলে বাধা দেওয়ায় মাটিতে ফেলে পেটানো হয় তাকে। সেই সঙ্গে জমি মাফিয়া দের হাতে শ্লীলতাহানির শিকার হন তিনি। অসহায় দম্পতি এবং তার মেয়ের অভিযোগ এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই পুলিশের উপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা। অসহায় দম্পতি এবং তার মেয়ের আরো অভিযোগ,তাদের আট শতক জায়গার পাচীর এবং গাছ কেটে ফেলেছে জমি মাফিয়ার। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়েছে। তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। অসুস্থ স্বামীকে নিয়ে আতঙ্কে বাড়িতে থাকতে পাড়ছে না তাঁরা। তাই পুলিশ কোন ব্যাবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে তাদের। তবে যদিও জমি দখলের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্ত।
আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতি।
মাটিতে ফেলে দম্পতিকে পেটানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় দম্পতি পরিবার
