মালদহের গাজোলে স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ প্রদান কর্মসূচির বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার গাজোলের ব্লক প্রশাসনের উদ্যোগে আলমপুর এবং পাণ্ডুযার দুটি ব্যাঙ্কের সহযোগিতায় এমন কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, রঞ্জিত রায় , সহ সমস্ত ব্যাংক আধিকারিক ও, স্বনির্ভর গোষ্ঠীর দলরা। জানা গিয়েছে, মহিলাদের পাশে থাকতে স্বল্প সুদে ঋণ দেয় রাজ্য সরকার। এদিন ওই ঋণ দিয়ে আলোচনা সভা হয়। ওই এলাকার গোষ্ঠীদের ৪ কোটি বেশি ঋণ নিয়ে আলোচনা হয়। যাতে মহিলারা বিভিন্ন কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে যেতে পারে।