মালদহের গাজোল ব্লকের চাকনগর অঞ্চলের ডোবাখোকসন ঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে এমন অভিযোগ গ্রামবাসী ও যাত্রীদের। সেজন্য বৃহস্পতিবার গ্রামবাসীরা ও যাত্রীরা গাজোল ব্লক প্রশাসনের দ্বারস্থ হন । এদিন তারা গাজোল বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীদের অভিযোগ, এক ব্যক্তি ঘাটের ওখানে লিস্ট টাঙিয়ে দিয়েছে ওই লিস্ট বিভিন্ন কিছু রেট দেওয়া হয়েছে, সেই রেট অনুয়ায়ী যাত্রী পারাপার জন্য ফি টাকা নেওয়া হচ্ছে । প্রতিদিন নৌকা 10 টাকা, বাইক 20 টাকা সহ বিভিন্ন কিছু।
গ্রামবাসীদের দাবি আগে এই ধার্য ছিল না। অনেক অনেক বেশি টাকা ও ধান নেওয়া হচ্ছে। এটা না কমালে সকলের সমস্যা হবে। সেজন্য তারা প্রশাসন কাছে এসেছেন। যদিও বা গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন আমরা এক পক্ষের কথা শুনেছি, অভিযোগও পেয়েছি, আরে এক পক্ষ শুনব। খতিয়ে দেখে ব্যবস্থা নেব ।
মালদহের গাজোল ব্লকের চাকনগর অঞ্চলের ডোবাখোকসন ঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে এমন অভিযোগ গ্রামবাসী ও যাত্রীদের।
