মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে ‘কুকথা’, দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের আইনজীবীদের…
‘ত্রিপুরায় গেলে ত্রিপুরার মেয়ে, আর গোয়ায় গেলে গোয়ার মেয়ে, নিজের বাপ কে আগে ঠিক করুন’, মুখ্যমন্ত্রীর বৃত্তি পরিচয় নিয়ে কথা বলার অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল আইনজীবী সেলের আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালতের বর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই অভিযোগ তোলেন,”দিলীপ ঘোষ সবসময়ই কথা বলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপবাবু। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। তারই বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও তারা আশাবাদী। দিলীপ ঘোষকে মানসিক হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারি দিলেন আইনজীবীরা ।”