• Mon. Dec 23rd, 2024

মুহুর্তের মধ্যে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রন হারিয়ে পড়লো মাঠে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

BySS Bangla News

Apr 24, 2024

মুহুর্তের মধ্যে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রন হারিয়ে পড়লো মাঠে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বাঁকুড়া(ইন্দাস):- এবার বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বাস। জানা যায় যে বর্ধমান থেকে বাসটি বাঁকুড়া ইন্দাসের উদ্দেশ্য আসছিল। হঠাৎই মান্দাড়া স্কুল মোড় থেকে ২০০ মিটারের ভেতরেই বাসটির সামনে চাকা পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় যাত্রী বোঝাই ঐ বাসটি। যার ফলে আচমকাই মাঠের মধ্যে নেমে যায় বাসটি। স্থানীয় সূত্রে খবর বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। কিন্তু দৈবক্রমে সবাই বেঁচে যায়।এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আকুই ফাঁড়ির আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। এখনো অবদি হতাহতের কোন খবর নেই।

মুহুর্তের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানুষদের উত্তেজনা চোখে পড়ে, বহু মানুষ ঘটনাস্থলে হাজির হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন