মেদিনীপুর থেকে প্যাকিং করে পাঠানো হয়েছিল, প্যাকিং না খুলেই আবার মেদিনীপুর পাঠিয়ে দেবে বর্ধমান দুর্গাপুরের মানুষ’, দিলীপকে আক্রমণে কীর্তি
সূর্যের উদয় হতেই এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। জোড়া ফুলে ভোট দিন এই আবেদন করে করছেন প্রচার। শরীর শীতল রাখতে কোথাও আখের রস আবার কোথাও কাঁচা আমের শরবত খাচ্ছেন। প্রচারে সঙ্গ দিচ্ছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুরের দুই ও তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে প্রচার করে দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন মেদনীপুর থেকে প্যাকিং করে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছিল। আর দুর্গাপুরের মানুষ প্যাকিং না খুলেই আবার মেদিনীপুরেই পাঠিয়ে দেবে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন জমিদারি চলছে। আর জমিদারির মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ তার জবাব দেবে।