ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির আরামবাগ পুরো এলাকায়। রবিবার রাত্রে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি তাদের দাবি ওই এলাকার মহিলারা প্রতিরোধ গড়ে তোলে, কেননা ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা মারধর করছিল। ঘটনাটি ঘটেছে পুরসভা ৮ নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়া সব লগ্ন এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম রঞ্জিত হাঁসদা। ঘটনার খবর পেয়েই এলাকার তৃণমূল কর্মীরা আহত রঞ্জিত হাঁসদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে আহত তৃণমূল কর্মী এবং আরামবাগ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।