রবিবার ছুটির দিনে শাসক বিরোধী উভয়পক্ষ রবি বাসরীয় প্রচারে ঝড় তুলেছেন । কেউ কাউকে এক ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তে নারাজ । সে মতোই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেঁটে রবিবাসরীয় প্রচার সারছেন । পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জানছেন তিনি এবং আসন্ন লোকসভা নির্বাচনে তাদের পাশে থাকার আহ্বান জানান ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন শীতল কৈবর্ত । তিনি বলেন , রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে । এ রাজ্যের শাসক দলের বারো বছর এবং কেন্দ্রীয় বিজেপির দশ বছর মানুষ দেখেছে । এরা শুধু নিজেদের এবং কর্পোরেট সংস্থাগুলিকে নিয়ে ভাবছে এরা মানুষের কথা ভাবে না ।