রাজ্যের পাশাপাশি হুগলির আরামবাগে পালিত হল আরামবাগে বন মহোউৎসব । রবিবার আরামবাগের চাঁদুর ফরেস্টে প্রত্যেক বছরের মত এ বছরও এই বনো মহোউৎসবের আয়োজন করা হয়েছিল। এই বনো মহোউৎসবে সারাদিন ধরে বৃক্ষরোপণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বন উৎসবে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী ই, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগের রেঞ্জার আশরাফুল ইসলাম থেকে শুরু করে বনদপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।