নিজস্ব সংবাদ আরামবাগ : আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের মুথাডাঙ্গা সংলগ্ন এলাকার মাদারচক গ্রামে রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় সেখ আমিরুল ইসলামের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুইটি মোটর বাইক সহ বাড়ির ফার্নিচার আগুনে পুরে ভস্মিত হয়ে গেছে। খবর দেওয়া হয় আরামবাগ থানায়, পুলিশ ঘটস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এর আগেও ওই এলাকায় তিন থেকে চারবার একই কায়দায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঘরবাড়ি পুরিয়ে দেয় বলে অভিযোগ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর বক্তব্য বারবার একই জায়গায় একই ঘটনা ঘটছে, প্রশাসনের এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। খবর পেয়েই ঘটস্থলে গিয়ে পৌঁছাই মায়াপুর এক নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তিনি গিয়ে সেখ আমিরুল ইসলামের পাশে থাকার আশ্বাস দেন। আগুন লাগার ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিকসহ পঞ্চায়েত প্রধানের স্বামী কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন।