বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার উপর স্থানীয় ৮ থেকে ১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার শিল্প শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত করেন। বছর কয়েক আগে এই রাস্তাটি গ্রাম সড়ক যোজনায় নতুন করে নির্মাণ করা হয়। বছর দুয়েক আগে ওই রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়লে ফের রাস্তা মেরামত করে পূর্ত দফতর। কিন্তু সম্প্রতি সেই রাস্তা দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়ার কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতর। পাইপ লাইন নিয়ে যেতে গিয়ে গোটা রাস্তা কার্যত খুঁড়ে ফেলে ওই দফতর। পাইপ লাইনের কাজ শেষ হয়ে গেলে খোঁড়া অংশে ছাই চাপা দিয়ে দেওয়া হয়। জলে ধুয়ে ও হাওয়ায় উড়ে সেই ছাই রাস্তা থেকে সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই এখন দু:সাধ্য হয়ে উঠেছে এলাকার মানুষের। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবীতে কিছুদিন আগে সিপিএম এর পক্ষ থেকে বিডিওকে চিঠি দেওয়া হয়। চিঠিতে কাজ শুরুর জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কোনোরকম উদ্যোগ না নেওয়ায় আজ মালিয়াড়ার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় সিপিএম নেতা কর্মীরা। বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। অবরোধকারীদের দাবী রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাঁরা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হঠবে না। তৃনমূল সিপিএম এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছে।