• Mon. Dec 23rd, 2024

‘রিলস্’ কারলো প্রাণ। দামোদরে তলিয়ে গেল ২ যুবতী।

BySS Bangla News

Jul 15, 2024

‘রিলস্’ কারলো প্রাণ। দামোদরে তলিয়ে গেল ২ যুবতী। ১ কিশোরীর উদ্ধার হল নিথর দেহ এখনো তলিয়েই রইলো আর এক। মৃত যুবতীর নাম বিউটি পাসওয়ান(২০)। রাঁচির বাসিন্দা। এখনো খোঁজ মেলেনি অন্ডালের রেল কলোনির জ্যোতি প্রসাদ নামের বছর ২৫র যুবতীর। জানা গিয়েছে, রেল কলোনির জ্যোতি প্রসাদের বাড়িতে রাঁচি থেকে দুই আত্মীয় বিউটি পাশওয়ান এবং প্রিয়াঙ্কা পাশওয়ান আসেন। শনিবার সকালে তিনজনে মিলেই অন্ডালের বাসকা ফিল্টার হাউসের সামনে দামোদর নদীর পাড় থেকে মোবাইল হাতে নিয়ে রিলস বানাতে থাকে। তখনই প্রিয়াঙ্কা পড়ে যাচ্ছে দেখে নদীর জলে ঝাঁপ দেন জ্যোতি আর বিউটি। প্রিয়াঙ্কা কোনো রকমে নদীর পাড়ে উঠে এলেও তলিয়ে যেতে থাকে জ্যোতি আর বিউটি। প্রিয়াঙ্কার চিৎকার শুনে স্থানীয়রা নদীর জলে ঝাঁপায়। ততক্ষণে জ্যোতি আর বিউটি তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর বিউটিকে উদ্ধার করা গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি জ্যোতিকে। আশঙ্কা জনক অবস্থায় বিউটিকে অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসা করার মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। তলিয়ে যাওয়া যুবতীর সন্ধানেও চলছে তল্লাশি। প্রত্যক্ষদর্শী মিন্টু বসু বলেন,”ওই তিনজন যুবতী রিলস বানাচ্ছিল দামোদর নদীর পাড়ে। তখনই প্রিয়াঙ্কার পা পিছলে যেতেই আরো দুই যুবতী নদীতে ঝাঁপ দেয়। প্রিয়াঙ্কা উঠে এলেও ওই দুই যুবতী তলিয়ে যায়। আমরা সকলে মিলে এক যুবতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করার মত বলে ঘোষণা করে। আরেক যুবতীর এখনো খোঁজ পাওয়া যায়নি খোঁজ চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন