লক্ষ্মীর ভান্ডারে বাড়ল ভাতার অঙ্ক, আনন্দে উচ্ছসিত মহিলারা, ইন্দাসের দীঘলগ্রামে তৃনমূলের তরফে করানো হল মিষ্টিমুখ ।
বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডারের অঙ্ক বৃদ্ধির ঘোষণা করতেই উচ্ছাসে ফেটে পড়লেন বাঁকুড়ার ইন্দাসের মহিলারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ইন্দাসের দীঘলগ্রাম এলাকায় তৃনমূলের পক্ষ থেকে মহিলাদের মিষ্টিমুখ করানো হয়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার আপামর মহিলারা।বছর কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন। তপশিলি জাতি ও উপজাতি ভূক্ত মহিলাদের জন্য মাসে ১ হাজার টাকা ও সাধারণ মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা হারে শুরু হয় ভাতা দেওয়ার কাজ। এই প্রকল্পের সুবিধা পান রাজ্যের কোটি কোটি মহিলা। মহিলাদের সেই স্বনির্ভরতায় এবারের রাজ্য বাজেটে নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোষাগারের প্রবল টানাটানির মাঝেও মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে তপশিলি জাতি ও উপজাতিভূক্ত মহিলারা মাসে ১২০০ টাকা ও সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন। গতকাল এই ঘোষণার পরেই ইন্দাস ব্লকের দীঘলগ্রামে তৃনমূলের একটি কর্মসূচীতে যোগ দেওয়া মহিলারা উচ্ছাসে ফেটে পড়েন। কর্মসূচীতে থাকা তৃনমূল নেতৃত্ব মহিলাদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান। উপস্থিত মহিলাদের দাবী মুখ্যমন্ত্রীর ভাতাবৃদ্ধির এই ঘোষণা এ রাজ্যের মহিলাদের স্বনির্ভরতার পথে আরো একধাপ এগিয়ে দিল।