লোকশিল্পী বাঁচাও কমিটির পক্ষ থেকে বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট অব্দি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন জমার কর্মসূচি গ্রহণ করা হয়। তাঁদের দাবি তাঁদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে। মাদল, ধামসা, ঘন্টা সহকারে আজকের এই মিছিলে সামিল হয় লোকশিল্পী বাঁচাও কমিটি সদস্যরা এবং তারা ডেপুটেশন জমা দেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। তাদের নানান দাবি দাওয়া নিয়ে। লোকশিল্পী বাঁচাও কমিটি তরফ থেকে প্রায় কয়েকশো শিল্পী মানুষ আজকের এই মিছিলে যোগদান করেন। তাঁদের দাবি শিল্পীদের মাসিক ভাতা ঠিকঠাক মতন দিতে হবে, শিল্পীরা সব জায়গা সম্মান পাচ্ছে না ও বিভিন্ন রকম সরকারি পরিষেবা ও শিল্পী দের id কার্ড দিতে হবে। এই রকম বিভিন্ন দাবি নিয়ে আজকে বর্ধমান স্টেশন থেকে শুরু করে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেট মিছিল করে আসেন ও তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে ডেপুটেশন জমা দেন। এই বিক্ষোভ আন্দোলনে যাতে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ধমান পুলিশ থানার পুলিশ বাহিনী।