শ্বশুর বাড়িতে মনসা পূজায় ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল জামাইয়ের
বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই এক নম্বর পঞ্চায়েতের গবপুর গ্রামে জলে ডুবে মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া। পুজো দেখার হলো না ওই ব্যক্তির নিয়তির এমন খেলা কখন যে কাকে ডেকে নিয়ে যায় নিয়তির কাছে কেবা জানে আজ
ইন্দাস ব্লকে আকুই এক অঞ্চলের গবপুর গ্রামের শ্বশুরবাড়িতে মনসা পূজায় ঘুরতে এসে ষষ্ঠী পুকুরে স্নান করতে নেমে গভীর পুকুরে তলিয়ে যায় তারপর গ্রামের মানুষ সহযোগিতায় উদ্ধার করে মানুষটিকে তড়িঘড়ি ইন্দাস হসপিটাল নিয়ে আসা হয় তারপর কর্তব্য রত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ওই মৃত ব্যক্তির নাম সাহেব কোলে আনুমানিক বয়স ৩৫ বছর
বাড়ি হুগলি জেলার কামারপুকুরে
এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবার ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এরপর ইন্দাস থানার পুলিশ মৃতদেহটিকে ইন্দাস হসপিটাল থেকে নিয়ে বিষ্ণুপুর ময়না তদন্তের জন্য পাঠান।