১৪ই এপ্রিল এদিনেই ভারতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ড: বি.আর.আম্বেদকরের জন্ম হয়েছিল।তিঁনিই ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা।স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন এই ড: বি.আর.আম্বেদকর।তার সম্পূর্ণ নাম ছিল ভীমরাও রামজি আম্বেডকর। রবিবার হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতি এবং আরামবাগ শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ভোলানাথ ঘোষ এর ব্যবস্থাপনায় শ্রদ্ধার সাথে পালিত হলো ডক্টর বি আর আম্বেদকর এর ১৩৩ তম জন্ম দিবস। এদিন চেয়ারম্যান সমীর ভান্ডারী ও জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা গৌরহাটি মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণ মূর্তিতে মাল্যদান করে সেদিন আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতি এবং সহ এসি ওবিসি তৃণমূল কংগ্রেসের ভোলানাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, প্রদীপ সিংহ রায় সহ কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা