জোর কদমে প্রচার বিষ্ণুপুর লোকসভার প্রার্থীদের।সামনেই লোকসভা ভোট তাই ভোটকে সামনে রেখে কোন দলই এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ একদিকে যেমন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর সমর্থনে প্রচার তেমনি বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সুমিত্র খাঁয়ের প্রচার চলছে জোর কদমে কেউ হুট খোলা গাড়িতে কেউবা পায়ে হেঁটে কখনো বাজারে কখনো রাস্তায় দেখা যায় পার্থিদিকে তৃণমূল কংগ্রেস যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার করছে উল্টোদিকে বিজেপির পক্ষ থেকে দুর্নীতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। দু দলেরই কেউ পেঁচিয়ে থাকতে নারাজ প্রচারের দিক থেকে কখনো ডিজে বাজিয়ে কখনো ঢাক বাজিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা রোদকে উপেক্ষা করি প্রচার ছাড়লেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থী। আজ বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল বেলেতোরে প্রচার ছাড়েন তেমনি বিজেপি প্রার্থী সুমিত্র খাঁ, প্রচার সারেন ইন্দাসের বিস্তীর্ণ এলাকা যেমন বৈকন্ঠপুর, চারিগ্রাম, ধামুর ,খাড়া, শাসপুর ,বিয়ার পুকুর ,আসিন দিঘী, সাসপুর বাজার ,ডোঙালন ,পলাশী এলাকায়।