স্থানীয় হয়েও কাজ না পেয়ে এবার কারখানার গেটে দলের ঝান্ডা নিয়ে বহিরাগতদের আটকালো তৃণমূল কর্মীরা।দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির গ্রাফাইট কারখানার গেট আটকে দিলো নগর নিগমের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের বঞ্চিত তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ, বহিরাগতরা দিব্বি কাজ করছে আর তৃণমূল কর্মীরা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না, নেতারা গা করছে না বারবার বলার পরও গা করছে না কারখানা কর্তৃপক্ষ। অগত্যা কাজ না পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ এবার আজ সকাল থেকে কারখানার গেট আটকে প্রতিবাদে সামিল হয়।