রাম নবমীর পর হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী উপলক্ষে দুর্গাপুরে বিশেষ পুজা পাঠের ব্যবস্থা। একই সঙ্গে আয়োজন বিশাল নরনারায়ন সেবার। দুর্গাপুরের বিধান নগর সমাজ কল্যাণ ডাক বোম সেবা সমিতির উদ্যোগে হনুমান জয়ন্তীতে এই বিশাল আয়োজন প্রসঙ্গত প্রত্যেক বছরই হনুমান জয়ন্তীর দিন বিধান নগর হাসপাতাল মেনগেট সংলগ্ন এই হনুমান মন্দিরে বড় আকারে পুজোর আয়োজন করা হয়। এবার ওঠার অন্য তা হয়নি। সকাল সকাল কলস যাত্রার মাধ্যমে পুজো উৎসব শুরু হয়েছে। সারাদিনব্যাপী পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে রয়েছে নরনারায়ণ সেবার ব্যবস্থা। সাত থেকে আট হাজার মানুষের জন্য ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকছে এখানে। তাছাড়াও থাকছে ভজন কীর্তন এর মত ধার্মিক অনুষ্ঠান। সব মিলিয়ে হনুমান জয়ন্তীতে উৎসবের মেজাজে মেতে উঠেছে বিধান নগরের এই এলাকাটি।