নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক বিল্ডিং-এ । এই রক্তদান শিবিরে ৬৫ জনের অধিক সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন হুগলি জেলা, গ্রামীণ পুলিশের এসপি কামনাশীষ সেন, অ্যাডিশনাল এসপি কৃশানু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং, সহ আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায় সহ বিশিষ্টজনেরা। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসি। মঙ্গলবার রক্তদান শিবিরে এসে এসপি কামনাশীষ সেন সহ মেডিকেল কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।