শয়ে শয়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার পাসবই ও এটিএম কার্ড রাস্তায় ছড়িয়ে, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের সগরভাঙ্গা হাউসিং কলোনীতে। শনিবার সকালে সগরভাঙ্গা আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশেই কয়েকশো পাস বই আর এটিএম পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পাস বই ও কার্ড গুলি উদ্ধার করে। বেশীরভাগ পাস বই স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফসি আই ব্রাঞ্চের। মুলত সগরভাঙ্গা ও আশেপাশের এলাকার পাসবই বই বলে জানা গেছে।কি ভাবে এই পাসবই ও এটিএম এখানে এলো, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।