• Tue. Dec 24th, 2024

লক্ষীর ভান্ডারের অর্থবৃদ্ধির ঘোষণায় মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে ব্লক সভাপতিকে মিষ্টিমুখ করালেন মহিলারা।

BySS Bangla News

Feb 14, 2024

ইন্দাস, বাঁকুড়া:- রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে মহিলাদের লক্ষীর ভান্ডারে যারা ৫০০ টাকা পেতেন তাদের জন্য এক হাজার টাকা করা হয়েছে এবং যারা এক হাজার টাকা বেতন তাদের জন্য বারোশো টাকা করা হয়েছে, আর এতেই দিকে দিকে খুশি মহিলা মহলে, যে কারণেই মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে মুখ্যমন্ত্রী সৈনিক ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মিষ্টিমুখ করালেন এলাকার মহিলারা, এলাকার মহিলাদের ও মিষ্টিমুখ করানো হলো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সব মিলিয়ে লক্ষীর ভান্ডারীর অর্থ বৃদ্ধির ঘোষণায় খুশি মহিলা মহল।
অন্যদিকে লক্ষীর ভান্ডারের অর্থ বৃদ্ধির ঘোষণা কে রাজনৈতিক অভিসন্ধি মনে করছেন বিজেপি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন ভোট বিতরণী পার করার জন্য চমক দিচ্ছ তৃণমূল।
বিরোধীরা বিরোধীদের মতো বলে তারা শুধু বলতেই জানে ঠান্ডা ঘরে বসে নিউজ চ্যানেলের সামনে কথা বলে, ২০২১ নির্বাচনের পর দু বছর কোন ভোট থাকেনি। তবুও লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল মন্তব্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন