হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের আনন্দনগর পল্লী এলাকায় সরকারি জায়গা দখল করে বেআইনীভাবে প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠল এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে, এমনটাই দাবি এলাকাবাসীর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবৈধ নির্মানের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকাবাসী দ্বারস্থ হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলরের। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কাউন্সিলর রথীন্দ্রনাথ দাস, তিনি গিয়ে নির্মান বন্ধ করার কথা বলেন। প্রশ্ন উঠছে কীভাবে সরাসরি জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এবিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে বিষয়টি নিয়ে। যদিও প্রচীর নির্মান নিয়ে মুখ খুলতে চায়নি ওই ব্যবসায়ী। এ প্রসঙ্গে কী জানাচ্ছেন স্থানীয়রা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।