• Mon. Oct 6th, 2025

এক স্কুল ছাত্র অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করলো।

BySS Bangla News

Apr 19, 2024

এক স্কুল ছাত্র অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করলো। জানা গেছে, অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনার সরস্বতীতে পুরস্কৃতকৃত হয়েছে আরামবাগ হাইস্কুলের ছাত্র সপ্তদীপ দত্ত। উল্লেখ্য তাঁর বাড়ি আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চাষীপাড়া এলাকায়।জানা গেছে,
২০২৩ সালে অক্টোবরে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার পর্যটন কেন্দ্র পরিমল কাননে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। এমনকি অঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্র ছাত্রীরা ও অংশগ্রহণ করে। সেই প্রতিযোগীতায় সপ্তদ্বীপ সাফল্য অর্জন করে আরামবাগ হাইস্কুলের মুখ উজ্জ্বল করলো । সপ্তদীপ দত্তের এই সাফল্যে খুশি মহকুমাবাসি। সাফল্য প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় সহ স্কুল ছাত্র শপ্তদীপ দত্ত তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন