• Mon. Dec 23rd, 2024

এস,এন পাঁজা উচ্চ বিদ্যালয়ে মিলনেস্বরী মাতৃ মন্দির ও আশ্রমের উদ্যোগে একটি বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা

BySS Bangla News

Apr 24, 2024

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর ছোট গোবিন্দপুর এস,এন পাঁজা উচ্চ বিদ্যালয়ে মিলনেস্বরী মাতৃ মন্দির ও আশ্রমের উদ্যোগে একটি বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতার বা পরীক্ষার আয়োজন করা হয়।মিলনেশ্বরী অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা বা অঙ্কন পরীক্ষা চলে বলে জানা যায়। শুধুমাত্র বাঁকুড়া জেলার ছাত্র-ছাত্রীরা এসেছেন এমনটা নয় বাঁকুড়া জেলা ছাড়িয়ে বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকেও ছাত্র ও ছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে বলে জানা যায়। শুধুমাত্র এই বৎসরই নয় প্রত্যেক বৎসরই এরকম অঙ্কন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়। তার সাথে সাথে বৎসরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাজ মূলক কাজ করে থাকেন বলে জানা যায়। শিক্ষক মহাশয় প্রবীর বোস এবং মাতৃ মন্দিরের সেবক উজ্জ্বল ব্রহ্মচারী বলেন প্রায় ২৩০ থেকে ২৩৫ জন ছাত্র ছাত্রী আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে।আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন কারী ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভা যে ভাবে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে তারা অবশ্যই আগামী দিনে জেলা বা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে এই আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন