সন্ত্রাস মুক্ত ও শান্তিপূর্ন ভোটের লক্ষ্যে বাউলের ভোট সচেতন হুগলির আরামবাগে। রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্র নির্বাচন কমিশনের ভোট সচেতনের সম্মানিত শিল্পী হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে বাউল গানের মধ্য দিয়ে মানুষকে ভোট দানের জন্য আহ্বান করে গেলেন বাউল শিল্পী তার গানের মধ্য দিয়ে। জানা গেছে এই বাউল শিল্পীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়ে। বাউল শিল্পী এটাও জানিয়েছেন, নিজের ভোট নিজে দাও নির্ভয়ে ভোট দাও শান্তিপূর্ণ ভোট দাও। কেউ শান্তি ভঙ্গ করো না। এদিন আরামবাগে এসে বাউল শিল্পী স্বপন দত্ত কি বলে গেলেন তার মুখ থেকে বিস্তারিত শুনুন।