ভোটের বৈতরণী পার হতে 66 তম কাংরা বুড়ি মায়ের পূজায় বিভিন্ন দলের রাজনীতি নেতাদের ভিড়। দক্ষিণ 24 পরগনা নামখানা শিবনগর আবদ এলাকায় কাঁকড়া মায়ের পুজোতে সমুদ্র থেকে কাঁকড়া উঠলে এবং আকাশেতে চিল উড়লে তারপর শীতলা মায়ের পূজা শুরু হয়। ৬৬ তম বছরের পদার্পণ করেছে এই শীতলা মায়ের পূজা। যা দক্ষিণ ২৪ পরগনার শ্রেষ্ঠ মেলা হিসেবে পরিচিত হয় কাঁকড়া মায়ের। মায়ের পূজাতে থাকে কাঁকড়ার তরকারি ও অন্য ভোগ।
আজ এই কাংরা বুড়ি মায়ের কাছে মনস্কামনা পণ্যের জন্য শাসক দলের বিভিন্ন নেতা , এমনকি মথুরাপুর লোকসভার প্রার্থী বিজেপি অশোক পুরকাইত মায়ের কাছে মানত করতে আসেন।