সদ্য নির্মিত বিষ্ণুপুর বীর হাম্বির ফ্লাইওভারের উপর বাঁকুড়াগামী একটি স্করপিও গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। মুহূর্তের মধ্যে ওই এলাকার আকাশ কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় ঢেকে যায়। বুধবার দুপুরে ফ্লাইওভারের ঠিক মাঝখানে ওই ঘটনায় সাময়িক যানচলাচল ব্যবহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালকের সামান্য আঘাত লেগেছে, আহত চালককে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দূর্ঘটনার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ফ্লাইওভার দিয়ে যানচলা চল স্বাভাবিক হয়েছে।