• Mon. Dec 23rd, 2024

IPL 2023 Schedule: উদ্বোধনী ম্যাচে ধোনি বনাম হার্দিক, ৬ এপ্রিল ইডেনে বোধন কলকাতার বিরাট ম্যাচে, ফাইনাল ২৮ মে, নাইট সূচি জানুন

IPL 2023 Schedule: গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২৩। ৩১ মার্চ আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া দল। ২৮ মে ফাইনালও হবে মোদী স্টেডিয়ামেই।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ পয়লা এপ্রিল মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত চলবে লিগের খেলা। তারপর কোয়ালিফায়ার, এলিমিনেটর ও কোয়ালিফায়ার টু-র খেলা। এরপর হবে মেগা ফাইনাল। লিগে মোট ৭০টি খেলা হবে। ইডেনে লিগ পর্যায়ের মোট ৭টি ম্যাচ হবে। দশটি ফ্র্যাঞ্চইজি দলই লিগ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে।

কেকেআর-এর ইডেন গার্ডেন্সে আইপিএল অভিযান শুরু বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে, ৬ এপ্রিল। ‘পাঠান’ মেগাহিট হওয়ার পর সেদিন কেকেআর- মালিক শাহরুখ খানকে ইডেন গার্ডেন্সের ভিআইপি বক্সে দেখার অপেক্ষার কাউন্টডাউন শুরু।

এক নজরে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ-

১ এপ্রিল- পঞ্জাব কিংস-মোহালি

৬ এপ্রিল- আরসিবি-কলকাতা

৯ এপ্রিল-গুজরাট টাইটান্স- আমেদাবাদ

১৪ এপ্রিল- হায়দরাবাদ-কলকাতা

১৬ এপ্রিল-মুম্বই ইন্ডিয়ন্স- মুম্বই

২০ এপ্রিল-দিল্লি ক্যাপিটালস-দিল্লি

২৩ এপ্রিল- চেন্নাই সুপার কিংস- কলকাতা

২৬ এপ্রিল- আরসিবি-বেঙ্গালুরু

২৯ এপ্রিল- গুজরাট টাইটান্স-কলকাতা

৪ মে-হায়দরাবাদ-হায়দরাবাদ

৮ মে-পঞ্জাব কিংস-কলকাতা

১১ মে- রাজস্থান রয়্যালস-কলকাতা

১৪ মে-চেন্নাই সুপার কিংস- চেন্নাই

২০ মে-লখনউ সুপার জায়েন্টস-কলকাতা

টুর্নামেন্টের প্রথম ম্যাচ- ৩১ মার্চ- গুজরাট বনাম চেন্নাই-আমেদাবাদ

২৮ মে ফাইনাল- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন