• Mon. Dec 23rd, 2024

India vs Australia: দিল্লিতে ২৬৩ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, ভারত দিনের শেষে বিনা উইকেটে ২১

নাগপুরের পর দিল্লি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও ভারতীয় দল আধিপত্য বজায় রাখল । তবে অজিরা নাগপুর টেস্টের তুলনায় কিছুটা ভালো ব্যাটিং করল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য সাথ দেয়নি অধিনায়ক রোহিত শর্মার। টস হারলেও ২৬৩ রানে ব্যাগি গ্রিনদের প্রথম ইনিংস শেষ করে দেয় টিম ইন্ডিয়া।

সৌজ্যন্যে মহম্মদ শামির আগুনে পেস ও রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকি। অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে প্রথম দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২১।

এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়াক অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিল দুই অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। দুজন ৫০ রানের পার্টনারশিপ করেন । ৫০ রানে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় টেস্টেও বড় রান পেলেন না ওয়ার্নার। অপরদিকে নিজের অর্ধশতরান পূরণ করেন উসমান খোয়াজা। লাঞ্চের আগেই ৩ উইকেট হারায় অজিরা। সাজঘরে ফেরত যান ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৯৪ রানে ৩ উইকেট।

লাঞ্চের পর ট্রেভিস হেড ও পিটার হ্যান্ডসকম্ব রান না পেলেও নিজের ইনিংস চালিয়ে যান খোয়াজা। ৮১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। চা বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ১৯৯ রানে ৬ উইকেট। পিটার হ্যান্ডসকম্বকে কিছুটা সঙ্গ দেন প্যাট কামিন্স। নিজের অর্ধশতরান করেন হ্যান্ডসকম্ব। প্যাট কামিন্স ৩৩ রানে ফিরতেই অজি টেলেন্ডাররা খুব একটা দাগ কাটতে পারেননি। ২৬৩ রানে শেষে হয় অস্ট্রেলিয়াক প্রথম ইনিংস। ৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডসকম্ব। ভারতের হযে সর্বোচ্চ ৪টি উইকেট নেনে শামি ও ৩টি করে শিকার করেন অশ্বিন ও জাদেজা।

প্রথম দিন ভারতীয় দল মাত্র ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় । শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। উইকেট না হারিয়ে দিন শেষ করাই লক্ষ্য ছিল দুই ওপেনারের। দিনের শেষে ন্যাথান লায়নের বলে রোহিতকে আউট দিলেও রিভিউ না বাঁচেন ভারত অধিনায়ক। দিনের শেষে ১৩ রানে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা ও ৪ রানে ক্রিজে রয়েছেন কেএল রাহুল। দ্বিতীয় দিনে বড় স্কোর করে অজিদের চাপে রাখাই লক্ষ্য ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন