• Tue. Dec 24th, 2024

জামালপুর ব্লকে ভারতীয় জনতা পার্টির প্রচার করলেন অসীম সরকার।

BySS Bangla News

May 2, 2024

আর কদিন পরে ই শুরু হবে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। সেরকমই আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচড়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে এই মিছিল সংঘটিত হলো পাচরা হসপিটাল থেকে চৌবেড়িয়া বাজার পর্যন্ত লোকসভার বর্ধমান পূর্বের ভারতীয় জনতা পার্টির বিজেপির প্রার্থী অসীম সরকারের সমর্থনে আজকের এই মিছিল এবং পাঁচরা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে জামালপুর ব্লকে বিজেপির কর্মকর্তারা লোকসভা ভোটের প্রচার সারলেন প্রচুর মানুষজন এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং এই মিছিল থেকে অভিযোগ করলেন যে পাচরা অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে যাতে দ্রুত সারা এর ব্যবস্থা করা এবং সরকার যাতে এই দিকে নজর দেয়।
আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন জামালপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির বিজেপির এক নম্বর মন্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল এবং কাটোয়ার সাংগঠনিক জেলার সম্পাদক দেবব্রত বিশ্বাস এবং কাটোয়া সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভা নেত্রী শ্রাবন্তী মজুমদার সহ-সভানেত্রী হিনানী মন্ডল এছাড়া আরো উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্ববৃন্দরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন