আসন্ন লোকসভা নির্বাচনের আগে হুগলির গোঘাটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের সাওরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্মা এলাকায়। শনিবার তৃণমূলের পতাকা বাধাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারধরের অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মানুষ আহত সাথে মহিলা থেকে শুরু করে বাচ্চাদেরও মারধর করা হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে গোঘাট থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোঘাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ও গুরুতর আহতদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। গোটা ঘটনায় থমথমে এলাকা। মাথরের ঘটনায় এলাকায় রুপায়ন করা হয়েছে পুলিশ বাহিনী।