আরামবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাঁটাবনীর আমরা সবাই ফাউন্ডেশন ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। রক্তদান জীবন দান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব ও সংগঠন তারা তাদের নিজেদের উদ্যোগে করছে রক্তদান শিবির। তার ব্যাতিক্রম হল না শনিবার। যার শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। ঋণ প্রত্যেক রক্ত দাতাদের হাতে একটি করে গোলাপের চারা তুলে দেওয়া হয়। প্রায় ৫০ থেকে ৬০ জনের মতন মানুষ সে চাই রক্তদান করে। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য শেখ রাফিজুল, আসিড মোল্লা ও শেখ শাজাহান থেকে শুরু করে অন্যান্য ক্লাব কর্মকর্তা সহ সদস্যরা। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আগামী দিনে ও এরকম কর্মসূচির আয়োজন করা হবে বলে ক্লাব সত্যিরে জানা গেছে।। এই বছরই প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করলো এই ক্লাবটি।