আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গার মানুষ গাজন উৎসবে মাতোয়ারা। নীল ষষ্ঠীর পুজোর দিন থেকেই শুরু হয়েছে গাজন উৎসব। গাজনে মেতে উঠেছে আরামবাগ তিরোল পঞ্চায়েতের মইগ্রাম,বাতানল পঞ্চায়েতের বাতানল নারায়ণপুর সহ খানাকুলের ঘন্টেশ্বর থেকে গোঘাট থেকে পুড়শুড়ার মানুষ। শতাধিক বছরেরও বেশি পুরনো হল মইগ্রামের ঐতিহ্যবাহ গাজন উৎসব। এখানে প্রচুর মানুষ সন্ন্যাসী হয় গাজন উপলক্ষে। শুক্রবার রাত গাজন শেষ হতেই শনিবার সকাল থেকে চলল বান ফুঁড়ে শিবের আরাধনা। দিন গাজনের গাজনের সকালে বানফোঁড়া দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় মইগ্রামের গাজন উৎসবে। যুগ যুগ ধরে চৈত্র শেষে গ্রাম বাংলায় চলে আসছে গাজন উৎসব। দিন গাজনের সকালে মইগ্রামের গাজন উৎসবে বান ফোঁড়ার পাশাপাশি পেরেক সন্নাসী, সালেবর সহ বিভিন্ন ধরনের সন্ন্যাসীদের দেখতে আরামবাগ সহ তার আশেপাশের এলাকা থেকে দেখতে মানুষ ভিড় জমাই। পাশাপাশি বিকালে অনুষ্ঠিত হবে সং।