নববর্ষের দিনে অন্যরকম কীর্তি আজাদ। প্রথম দিনে সমাজের পিছিয়ে পড়া কুষ্ঠ কলোনিতে সময় কাটালেন প্রার্থী কীর্তি আজাদ। এবং তিনি নিজের হাতে খাবার পরিবেশন করলেন। দুর্গাপুর নডিহা এলাকায় সমাজ থেকে দূরে রয়েছে এই কুষ্ঠ পরিবার গুলির জন্য কলোনি। তিনি বলেন, আজ বছরের প্রথম দিন, আমাদের মত সমাজের প্রত্যেকটা মানুষ হইহুল্লোড় করে কাটান। কিন্তু এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার মানুষ খুব কম, আজ আমি একজন সাধারণ মানুষ, কোন রাজনীতি করতে আসিনি এবং তাদের এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার,পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন চক্রবর্তী। তারা তাদের সমস্যার কথা শোনেন। এবং সকলে নিজো হাতে তাদের খাবার পরিবেশন করে দেন।