• Mon. Dec 23rd, 2024

Amitabh Bachchan: শ্যুটিংয়ে দুর্ঘটনা ! গুরুতর আহত অমিতাভ বচ্চন! ভাঙল পাঁজরের কার্টিলেজ

শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হলেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে হায়দ্রাবাদে তিনি একটি ছবির শ্যুটিং করছিলেন, সেই সময়ই ঘটে বিপত্তি । তাঁর আগামী ছবি, প্রজেক্ট কের শ্যুটিং চলছিল সেখানে। আর সেই ছবির শ্যুটিং করতে গিয়েই দুর্ঘটনার কারণে তাঁর পাঁজরের কার্টিলেজ ভেঙেছে বলে জানা গিয়েছে।

সূত্রের তরফে জানা গিয়েছে, এই বর্ষীয়ান অভিনেতার বুকের পাঁজরের কার্টিলেজ আঘাতে ভেঙেছে। বর্তমানে বিগ বি আপাতত বাড়িতেই অবজারভেশনে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। এটাই প্রথমবার নয় যখন তিনি কাজ করতে গিয়ে, বলা ভালো শ্যুটিং করার সময় তিনি আঘাত পেলেন।

এর আগেও, ৮০ এর দশকেও তিনি শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। কুলি ছবির শ্যুটিং করার সময় ভয়ানক আঘাত পেয়েছিলেন তিনি। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহের বুঝি সুস্থ হওয়া হল না। এমনকি, তাঁকে তো সেই সময় ক্লিনিক্যালি মৃত হিসেবে প্রায় ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু বরাত জোরে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সেই সময়। সুস্থ হয়ে ওঠেন। এখন আবার এই ৮০ বছরের অভিনেতা গুরুতর আঘাত পেলেন।


অমিতাভ বচ্চন এদিন নিজেই টুইট করে জানান, ‘হায়দ্রাবাদে প্রজেক্ট কের শ্যুটিং চলাকালীন আঘাত পেয়েছি। ডানদিকের বুকের পাঁজরের মাংস পেশি ছিঁড়ে গিয়েছে। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে। শ্যুটিং ক্যানসেল করা হয়েছে। চিকিত্‍সকের সঙ্গে কথা বলেছি। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছি। আপাতত বাড়ি ফিরে এসেছি।’

অভিনেতা তাঁর পোস্টে আরও জানান, ‘আমি এখন বিশ্রামে আছি। শুয়ে শুয়েই থাকছি। জরুরি কাজকর্মের জন্য হাঁটাচলা করলেও মূলত শুয়ে আছি। ব্যথা আছে। হাঁটতে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি।’ অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রজেক্ট কে হচ্ছে একটি ফ্যান্টাসি ড্রামা ঘরানার ছবি। এখানে প্রভাসের সঙ্গে মুখ্য ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা আছে এই ছবির।

উল্লেখ্য, এর আগেও কিছুমাস আগে বাম পায়ের আঙ্গুলে চোট পেয়েছিলেন তিনি। KBC – থেকেও বেশ কিছুদিন ছুটি নিয়েছিলেন তিনি। তারপর প্লাস্টার পা নিয়েই ফিরেছিলেন শুটিং ফ্লোরে। এবারও বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপরেই কাজের কথা ভাববেন তিনি।

শুধু তিনি নন, পর পর দুর্ঘটনার শিকার বলি তারকারা। গত শুক্রবার বেনি দয়াল, তার এক দিন আগে এ আর রহমানের ছেলে আমীন রহমানের সঙ্গে প্রায় একই রকমের ঘটনা ঘটে। চেন্নাইয়ে অনুষ্ঠান চলাকালীন আহত হলেন সংগীতশিল্পী বেণি দয়াল (Benny Dayal)। জানা গিয়েছে, সম্প্রতি চেন্নাইয়ে কনসার্ট ছিল তাঁর। সেই অনুষ্ঠানেরই ভিডিও করা হচ্ছিল ড্রোনের মাধ্যমে। হঠাৎই তা পড়ে যায় বেণির মাথার উপরে। মাথায় চোট পান তিনি, কেটে যায় তাঁর আঙুলও। সেই দুর্ঘটনার কথা শুক্রবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে জানান ‘বদতমিজ দিল’ গায়ক। তবে বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন বেণি।

প্রসঙ্গত, বলিউডের অজস্র হিট গান রয়েছে তাঁর। গায়কের জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হল ‘বদতমিজ দিল’, ‘লেটস নাচো’, ‘লোচা-এ-উলফত’, ‘লত লগ গই’।

অন্যদিকে গানের ভিডিয়ো শ্যুটিং-এ বিপত্তি! বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল রহমান পুত্রের। ট্রমায় রয়েছেন এআর আমিন।
অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান পুত্র, এ আর আমিন। গানের শ্যুটিং চলছিল আউটডোর লোকেশনে। সেটটি জলাশয়ের ধারে তৈরি হয়েছিল। ক্রেনে করে অসংখ্য ঝাড়বাতি ঝোলানো ছিল, মাঝে দাঁড়িয়ে ছিলেন আমিন। হঠাৎ করেই সেই ক্রেন-সহ ঝাড়বাতি মাটিতে আছড়ে বলে। বরাত জোরে প্রাণে বাঁচেন আমিন, শুধু তাই নয় তাঁর শরীরে কোনওরকম আঘাত লাগেনি। আমিন জানিয়েছেন এই ঘটনায় তিনি আহত না হলেও মারাত্মক ট্রমায় রয়েছেন।

সিনেমার সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। বহু সময় এমন হতে দেখা গিয়েছে। যার পরিণতিও হয়েছে মারাত্মক। তামিল চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক বিশাল কৃষ্ণ রেড্ডি তাঁর আসন্ন সিনেমার সেট-এ দেখা একটি অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেছেন। টুইটারে অভিনেতা একটি ভিডিয়ো শেয়ার করে ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, “কয়েক মুহূর্তের জন্য হয়তো বেঁচে গিয়েছে প্রাণ।”

মার্ক অ্যান্টনি’ ছবির শুটিং চলছিল। হঠাৎই দেখা গেল, একটি লোডেড ট্রাক, যা সিনেমার শ্যুটিংয়ের একটি অংশ। হঠাৎই সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটে থাকা প্রত্যেকে প্রাণের ভয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করে। শ্যুটের জন্য সে সময় মেঝেতে শুয়েছিলেন অভিনেতা। বিশাল ট্রাকের বেশ কাছেই ছিলেন তিনি।

অভিনেতা, অভিনেত্রীরা ছাড়াও এখন কিছু মানুষজন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভিডিও , রিল বানানোর সময় আহত হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রাণনাশ ও হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন