রামনবমী সারা দেশের সাথে সাথে হুগলির আরামবাগেও ধুমধাম সহকারে পালিত হচ্ছে। আরামবাগ রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে পুজোপাঠ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রাম নবমী উপলক্ষে। আরামবাগের পারেরঘাট সংলগ্ন উপানন্দ মালের বাড়িতে প্রায় ৩৪ বছর ধরে পুজো হয়ে আসছে প্রভু শ্রীরামচন্দ্রের। সেই পূজায় শামিল হয়েছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, বিজেপি আরামবাগ সংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা, উপানন্দ মাল, কার্তিক দত্ত থেকে শুরু করে বিশিষ্টজনেরা। রাম নবীর উপলক্ষে মন্দিরে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজো পাঠের। পাশাপাশি আরামবাগ রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার। এই শোভাযাত্রাটি আরামবাগ শহর পরিক্রমা করে। পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আরামবাগে পালিত হচ্ছে রামনবমী মহোৎসব।