পাণ্ডবেশ্বরে রামনবমীর মিছিলে সম্প্রীতির বার্তা। পাণ্ডবেশ্বরের ডালুরবান্ধ এলাকায় রাম নামের মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর ডিভিসি মোর হইতে এই মিছিল এগিয়ে যেতে দেখা যায় একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিল দাঁড় করিয়ে বিধায়কে মালা উষ্ণ ওভোর্থনা দেন। প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ এই রামনবমীর মিছিলে পা মেলান। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, এটাই পাণ্ডবেশ্বর এর সংস্কৃতি। হিন্দু মুসলিম ভাই ভাই এটাই পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর একতা, পাণ্ডবেশ্বর এর সম্প্রীতি সাধারণ মানুষকে পথ দেখাবে।