শ্রী শ্রী রামনবমী মহোৎসব সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা আরামবাগে, বিজেপি বিধায়করা সহ হাঁটলেন সাথে দেখা গেল আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগারকে। বুধবার বৈকালে রামনবমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি আরামবাগের বাসুদেবপুর মোড় সুধানিল সিনেমার কাছ থেকে বেরিয়ে আরামবাগ শহর পরিক্রমা করে। ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, সংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ লোকসভা কেন্দ্রের কনভেনার হেমন্ত বাগ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।