আরামবাগ ব্লকের তিরল অঞ্চলের অন্তর্গত কীর্তিচন্দ্রপুর গ্রামে আশিক আলী খানের খড়ের গাদায় আগুন লাগে। প্রায় ১০ থেকে ১৫ বিঘা জমির খড় ছিল। দুই বছর আগেকার। ফায়ার বিগ েট ও গ্রামের মানুষের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে। আরামবাগ পুলিশ উপস্থিত হয়। কিভাবে আগুন লেগেছে কেউই বলতে পারছেন না।