বেআইনি বালি বোঝাই গাড়ি সমেত দুজনকে আটক করল নিউ টাউনশিপ থানার পুলিশ । ভোটের আগে সাফল্য পুলিশের ফের বড়সড় সাফল্য নিউ টাউনশিপ থানার পুলিশের।শুক্রবার সকাল ১১ টায়দুর্গাপুরের শংকরপুর মোড়ে বালি বোঝাই একটি ট্রাক্টর ও দুজনকে আটক পুলিশ উল্লেখ্য, এর আগেও বহু অবৈধ বালি বোঝাই আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। বেআইনি ভাবে বালি পাচার রুখতে তৎপর জেলা প্রশাসন।