নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উদ্যোগে এবং আরামবাগ থানা ও মহিলা থানার পক্ষ থেকে বর্তমান সময়ে তীব্র যে তাপদহ চলছে ,সেই তাপদহ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ওআরএস এর প্যাকেট ও পানীয় জলের একটি বিশেষ ক্যাম্প হলো রবিবার সকালে। এদিন আরামবাগের বাসস্ট্যান্ডে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং সহ মহিলা থানার পুলিশ কর্মীরা। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগ বাসি। এ প্রসঙ্গে কী জানাচ্ছেন পথ চলতি মানুষরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।