নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ৬০ টাকা রোজের কর্মীদের অবস্থান বিক্ষোভ পুরাতন হাসপাতালের গেটের সামনে। ওই সমস্ত অস্থায়ী কর্মীরা যারা ৬০ টাকা বেতনে কাজ করে তাদের দাবি পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি। পাশাপাশি যা কাজ দেওয়া হয় তার থেকে বেশি কাজ করিয়ে নেওয়া ওই সমস্ত অস্থায়ী কর্মীদের থেকে, এমনটাই জানিয়েছে কর্মীরা। কর্মীদের দাবি, অবিলম্বে ৬০ টাকা কর্মীদের চুক্তিভিত্তিক আওতায় নেওয়া হোক। কেননা ৬০ টাকা চুক্তি ভিত্তিক অনেক কর্মী আছেন কেউ দশ বছর বা তারও বেশী সময় ধরে হাসপাতালে কাজ করে আসছে। এদিন ৬০ টাকা চুক্তি ভিত্তিক কর্মীরা তাঁরা তাঁদের প্রাপ্য টাকা যাতে পায় তার আবেদন জানিয়েছেন কতৃপক্ষের কাছে। যদিও এই ৬০ টাকা চুক্তি ভিত্তিক কর্মীদের অবস্থান বিক্ষোভে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে ওই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।