ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়ে গেল সুজাতা মন্ডলের সমর্থনে ভোট প্রচারের বিশাল এক মিছিল। এই মিছিলে প্রচুর মহিলা পা মেলায় তাদের প্রত্যেকের হাতে লক্ষী ভান্ডার এর ছবি। তারা এই জনগণকে বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জি তাদের কতটা দেখেছে , লক্ষ্য রাখা যাচ্ছে হাজার থেকে বারোশো টাকা ৫০০ থেকে ১০০০ টাকা, মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প মানুষের উন্নয়নের স্বার্থে করেছেন সেই সব পোস্টারে লিখে রাখা আছে, এই মিছিলে মঙ্গলপুর অঞ্চলের সমস্ত কর্মীরা বিন্দ উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের ব্লক সভাপতি ও তার কর্মী বৃন্দরা,এই মিছিলের ভিড় প্রায় চোখে পড়ার মতনই এত প্রখর তাপো প্রবাহের ফলেও যে এত মানুষ মিছিলে পা মিলিয়েছে তা না দেখলে অনুভব করা যায় না।